তালা প্রতিনিধি : বান্দরবানের রুমা উপজেলা সোনালী ব্যাংকে ডাকাতি ও ম্যানেজারকে অপহরণের প্রতিবাদে সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা জেলার তালা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকালে ব্যাংকের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সোনালী ব্যাংক পিএলসি তালা শাখা ম্যানেজার মৃণাল কান্তি দাশের নেতৃত্বে সকল স্টাফরা উপস্থিত ছিলেন।
এ সময় তারা সোনালী ব্যাংকে ডাকাতি ও ম্যানেজারকে অপহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ম্যানেজারকে দ্রæত উদ্ধারসহ অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।