দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার কুলিয়ায় এক হতদরিদ্র গৃহহীন পরিবারকে ঘর তৈরি করে দিচ্ছেন সাবেক জেলা পরিষদ সদস্য ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আল ফেরদাউস আলফা। কিছুদিন আগে কুলিয়ার সুবর্ণাবাদ গ্রামের ফকির চাঁদ মন্ডলের পুত্র সমরেশ মন্ডল এর বসত বাড়িটি বিদ্যুতের খুঁটি পড়ে ভেঙ্গে যায়। সমরেশ মন্ডল জানান, আমি সরকারী খালে ঠেলা জাল দিয়ে মাছ ধরে জীবিকা-নিবাহ করি।
আমার পরিবারের সদস্য সংখ্যা ৭জন। সবাই আমার উপর নির্ভরশীল। তাদের ভরনপোষণ দেওয়ার পরে ঔষধ কেনার মত টাকা আমার কাছে থাকে না। আমার ঘরটি ভেঙ্গে যাওয়ায় আমার পক্ষে ঘরটি সংস্কার করা সম্ভব হচ্ছে না। আমি বিষয়টি মানবতার ফেরিওয়ালা আল ফেরদাউস আলফাকে জানালে তিনি নিজ অর্থায়নে আমার ঘরটি নতুন করে তৈরি করার কাজ শুরু করেন।