দেবহাটা ব্যুরো : সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারআটি সরদার বাড়ি মানব কল্যান যুব সংঘের ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার (৫এপ্রিল) বিকাল ৩টায় বুলারআটি সরদার বাড়ি (মাঠপাড়া) মানব কল্যান যুব সংঘের নিজস্ব কার্যালয়ে উক্ত ঈদ সামগ্রী বিতরন করা হয়।
বুলারআটি মানবকল্যান যুব সংঘের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মো: মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমিনুর রহমান, সমাজসেবক আজিজুল সরদার, ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী এবাইদুল্লাহ আল ফারুক ও আব্দুল জব্বার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুলারআটি সরদার বাড়ি মানব কল্যান যুব সংঘের সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ কবির হোসেন, প্রচার সম্পাদক মুক্তাদীরসহ কমিটির সকল সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সারাদিন ব্যাপী ফ্রি রক্ত গ্রæপ পরীক্ষা করা হয় এবং ৫০জন গরীব-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।