এ. মাজেদ : ২৫ রমজান ৫ এপ্রিল শুক্রবার বিকালে সাতক্ষীরা শহরের আল বারাকা পিৎজা মিলান রেস্টুরেন্টে সাতক্ষীরা অনলাইন শপিং’র উদ্যোগ এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা অনলাইন শপিং এর এডমিন মো. ফিরোজ আহম্মেদের সভাপতি ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বদরুজ্জামান, অপু সাইদুর, মো. রুবেল আহমেদ, সোহরাব হোসেন, হারুন রশিদ, আরিফুর রহমান জেমস্, ওয়ারিদ হাসান কাজল, সাতক্ষীরা অনলাইন শপিং এর মডারেটর ও উদ্যোক্তা আঁখি রহমান, শাহরিয়া রিতু, সাবরিন রিতা, কানিজ আশরাফী, এনামুল হাসান, জান্নাতুল ফেরদৌস, রিমি, জারিন, আনিকা,রিয়া খাদিজা প্রমুখ।