নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা জাসাস এর উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ২৫ রমজান (৫ এপ্রিল ) শুক্রবার বিকালে শহরের কাটিয়া আমতলাস্থ নিরিবিলি কমিনিউটি সেন্টারে সাতক্ষীরা জেলা জাসাস এর ভারপ্রাপ্ত আহবায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী।
জেলা বিএনপির সদস্য সচিব,চেয়ারম্যান আব্দুল আলীম, সাতক্ষীরা জেলা বিএনপির সমণয়ণ ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ লিটন, ফরিদা আক্তার বিউটি, লাবসা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জেলা জাসাস এর নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাস সদস্য সচিব মোঃ ফারুক হোসেন।