নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সংরক্ষিত আনসের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতির সাথে সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সংসদ সদস্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাতক্ষীরা সংরক্ষিত আনসের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি বলেন, দেশ ও মানুষের কল্যানে সকলকে কাজ করতে হবে। তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নসিড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন রানা, এস এম বিপ্লব হোসেন, অর্থ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ। ঈদের পরের দিন প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউট মিলনমেলায় সাতক্ষীরা সংরক্ষিত আনসের সংসদ সদস্য লাইলা পারভীন সেজুতিকে আমন্ত্রণ জানানো হয়।