আশাশুনি ব্যুরো : আশাশুনি উপজেলা আম চাষি ও ব্যবসায়ীদের সাথে কৃষি অধিদপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির স্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা আম চাষি ও ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুর হক ডাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি গবেষণা অধিদপ্তরের কীটতত্ত¡ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা নির্মল কুমার দত্ত।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম ও আশাশুনি উপজেলা কৃষি অফিসার এনামুল হক। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান জুলু, কুল্যা ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজী, সার ও কীটনাশক ব্যবসায়ী বিভাস দেবনাথ প্রমুখ।
মতবিনিময় সভায় আম চাষিদের মধ্যে বক্তব্য রাখেন ইদ্রিস আলী, তরিকুল ইসলাম, রেজাউল ইসলাম, আজহারুল ইসলাম, খাইরুল ইসলাম প্রমুখ। মতবিনিময় কালে অতিথিবৃন্দ বলেন, সাতক্ষীরা আম দেশের গÐি পেরিয়ে এখন বিদেশে রপ্তানি হচ্ছে। আম চাষিদের পাশে উপসহকারী কৃষি কর্মকর্তারা সঠিক পরামর্শের জন্য সর্বদা নিয়োজিত থাকবেন এবং সঠিক পরামর্শ প্রদান করবেন। আগামীতে আম চাষিদের দক্ষতা বাড়াতে প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর।