অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আসন্ন ঈদুল ফিতরের জন্য অসহায়দেরকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। ঈদের আনন্দ যাতে সবাই ভাগাভাগি করে উপভোগ করতে পারে এজন্য ইউএনও মোঃ আসাদুজ্জামান এই ঈদ সামগ্রী বিতরণ করছেন। উপজেলার বিভিন্ন এলাকার শতাধিকের বেশি অসহায় ছিন্নমূল মানুষদেরকে বাছাই করে এই ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
এবিষয়ে ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, ঈদ হচ্ছে মহান আল্লাহতায়ালার পক্ষ থেকে একটি আনন্দের দিন। এই দিনে ধনি গরীব সবাই সমানভাবে আনন্দের ভাগিদার হন। যাতে আমরা সবাই মিলে এই আনন্দ উপভোগ করতে পারি তার জন্য সামান্য প্রচেষ্টা করা হচ্ছে। ইউএনও সমাজের সকল বিত্তবান মানুষদের অসহায় দুঃখী মানুষের কল্যানে এগিয়ে আসার আহবান জানান। অসহায় মানুষগুলো ইউএনওর এধরনের ঈদ সামগ্রী পেয়ে আবেগে আপ্লæত হয়ে পড়েন।