শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে জাহানারা মোকছেদ ফাউন্ডেশনের উদ্যোগে বুড়িগোয়ালিনী ইউনিয়নের সকল জুম্মা মসজিদের ইমামদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৮ই এপ্রিল) সকাল ১০টায় কলবাড়ি জাহানারা মোকছেদ ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন, প্রভাষক সাইদুজ্জামান সাঈদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শ্যামনগর উপজেলা পরিষদ।
বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ্ব মোবারক হোসেন, মুন্সিগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ক্বারী আবুল হাসান এ সময় আরো উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৪০টি জুম্মা মসজিদের পেশ ইমামগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কলবাড়ি রুপোরগাতি হাজি বাড়ি জামে মসজিদ মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম।