এ. মাজেদ : ধুলিহর-ব্রহ্মরাজপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের আয়োজনে দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ এপ্রিল) ২৮ রমজান ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান (বাবু সানা), মেঘনা গ্রæপের জেনারেল ম্যানেজার স.ম নুরুল আমিন লাভলু।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-আওয়ামী লীগ নেতা নূর ইসলাম, হোমিওপ্যাথি মেডিকেল কলেজের অধ্যাপক বিশিষ্ট কবি ও সাহিত্যিক ডা.আব্দুল ওহাব আজাদ, জাপা নেতা জাহঙ্গীর কবির,শামসুর রহমান সোনা, কানাই লাল সাহা কানু,আব্দুর রশিদ,সাবেক মেম্বার ও বিশিষ্ট সমাজ সেবক মো. খোরশেদ আলম, গ্রাম ডাক্তার জিয়াউর রহমান জিয়া, আব্দুল জলিল, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান হাবিব ও মোঃ রুহুল আমিন বাবলু, মো. লাভলুসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
দোয়া ও ইফতার মাহফিলে দেশের সার্বিক অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাও: মহাসীন হোসেন। এসময় ডিবি ইউনাইটেড হাইস্কুলে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়।