নিজস্ব প্রতিনিধি : শহীদ কাজল এর স্মরণে এবং পবিত্র ঈদ-উল ফিতর ও বাংলা নববর্ষের আনন্দকে ভাগাভাগি করতে দৈনিক সাতক্ষীরার সকাল পরিবারের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) বিকালে দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত এর বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, দৈনিক সাতক্ষীরার সকাল এর নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সহ বার্তা সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, গ্রাফিক্স ডিজাইনার আবু সাঈদ প্রমুখ। এর আগে দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান গরিব ও দুস্থদের মাঝে সেমাই ও চিনি বিতরণ করেন।