নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী মরহুম আবুল হোসেন (২) সাহেবের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ রমজান সোমবার (৮ এপ্রিল) বিকেল ৫টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি’র হল রুমে বিজ্ঞ সরকারি কৌশুলী (জি.পি) ও সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি পরিচালনা কমিটির আহবায়ক এ্যাড. শম্ভুনাথ সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আবদুল আলিম আল রাজী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এসোসিয়েটস প্রধান এ্যাড. মোঃ শহীদ হাসান। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ সিনিয়র আইনজীবী মরহুম আবুল হোসেন (২) সাহেবের রুহের মাগফেরাত’র কামনা করে দোয়া পরিচালনা করা হয়।