মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর থেকে : সাতক্ষীরা শ্যামনগরে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন রোগে আক্রান্ত অগ্নিকাÐে দগ্ধ ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাইদ উজ জামান সাইদ, ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক প্রশান্ত ব্যানার্জি, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল সহ অনেকে। এসময় ১১৪ জন ব্যক্তিকে মোট ২লাখ ৫৮ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান।