ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে ১১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ১১২ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট এবং কর্তব্যরত বিএসএফ সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেন।
এ সময় বিএসএফের স্টাফ অফিসার, কোম্পানি কমান্ডার সহ কর্তব্যরত বিএসএফ সদস্য বৃন্দ এবং বিজিবির কোম্পানি ও ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
এছাড়াও অত্র ব্যাটালিয়নের বিপরীতে ৮৫, ১০২ ও ১১২ ব্যাটালিয়ন বিএসএফ এর ২১টি বিএসএফ ক্যাম্পে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময়ে ৮৫, ১০২ ও ১১২ ব্যাটালিয়ন বিএসএফ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ১২ টি বিওপিতে মিষ্টি প্রদান করেছে। প্রেস বিজ্ঞপ্তি