এ. মাজেদ : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামের ঋষিপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ জন গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তির ঘটনায় ৪ জনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে, ফয়জুল্যাপুর গ্রামের মৃত লক্ষন চন্দ্র দাসের পুত্র নরেন চন্দ্র দাস(৫৭) এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ তারই সহোদর ভাই হরেন চন্দ্র দাসের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। পূর্ব পরিকল্পিত ভাবে গত ১৩ এপ্রিল সকালে প্রতিপক্ষ হরেন চন্দ্র দাস,তার পুত্র কানাই চন্দ্র দাস ও মনু দাস এবং মনু দাসের স্ত্রী প্রতিমা রানী দাস অতর্কিত ভাবে প্রতিপক্ষ নরেন চন্দ্র দাস ও তার স্ত্রী নমিতা রানী দাসের উপর দা,লোহার রড, শাবল ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে এবং একটি ৮ আনা ওজনের সোনার চেইন ছিনিয়ে নেয়।
মারাত্মক আহত অবস্থায় তাদেরকে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এসময় নমিতা রানী দাসের মাথায় দায়ের কোপে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং তার মাথার হাড়কেটে যাওয়ায় ১৮ টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এঘটনায় ১৫ এপ্রিল সোমবার সাতক্ষীরা সদর থানায় নরেন চন্দ্র দাস বাদী হয়ে উক্ত ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতার করতে জোর চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছেন।