নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে দীর্ঘ দিন পলাতক থাকা ০১ (এক) জন পরোয়ানা ভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান এবং সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন এর সার্বিক তত্ত¡াবধানে এবং পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ এর নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে ইং-১৫/০৪/২০২৪ তারিখ রাতে এএসআই (নিঃ)/ গোপাল চন্দ্র সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাটকেলঘাটা থানাধীন আসামীর নিজ বসত বাড়ী হতে সিআর- ৩৪৯/২৩ মামলার পরোয়ানা ভুক্ত আসামী পাটকেলঘাটা থানার পারকুমিরা গ্রামের মোঃ জহুরুল খানের ছেলে মোঃ ইলিয়াস খান কে গ্রেফতার করেন। আসামীকে ইং-১৬/০৪/২০২৪ তারিখ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।