হেলালউদ্দিন, রাজগঞ্জ : মনিরামপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সাকিব হোসেন (২১)। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাকিব হোসেন উপজেলার রোহিতা ইউনিয়নের এড়েন্দা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয় মাহমুদুল হাসান বলেন-এদিন সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তার ধাওে বসে বন্ধুদের সঙ্গে আড্ড াদিচ্ছিলেন সাকিব। পাশেই একটি ইঁদুরের গর্ত ছিলো। গর্তে ইঁদুর আছে কিনা, তা দেখতে হেঁয়ালির ছলে ভেতরে বাঁহাত ঢুকিয়ে দেন সাকিব। তখন গর্তে থাকা বিষধর সাপ সাকিবের হাতের তর্জনী আঙুলে কামড় বসিয়ে দেয়।
মাহমুদুল হাসান আরও বলেন-দ্রæত স্বজনেরা সাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে চিকিৎসকেরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় নেওয়ার পথে রাত ১০টার দিকে সাকিবের মৃত্যু হয়। রোহিতা ইউনিয়ন পরিষদের এড়েন্দা-রাজবাড়িয়া ওয়ার্ডের ইউপি সদস্য আমিন উদ্দিন সাপের কামড়ে মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন-সাকিব সম্পর্কে আমার ভাইপো। সে বাবা-মার একমাত্র ছেলে।