এএফএম মাসুদ হাসান, শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ টাইগার পয়েন্ট এ (১৭ এপ্রিল) বুধবার সকাল ১০টায় চিংড়ি চাষী ও ব্যবসায়ীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। টেকসই উপক‚লীয় এবং সামুদ্রিক মৎস্য কর্মসূচি ও মৎস্য অধিদপ্তর এর অর্থায়নে ও মৎস্য বিজ্ঞান অনুষদ ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজন উক্ত কর্মশালায় প্রফেসর ড, মৃত্যুঞ্জয় কুন্ডু এর সভাপতিত্বে ও মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রোজেক্টের বিস্তারিত উপস্থাপনা করেন।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর আলম, উপ পরিচালক, ডিওএফ খুলনা ডিভিশন খুলনা। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, ডেপুটি প্রোজেক্ট ডাইরেক্টর শোরজ কুমার মিস্ত্রি এসসিএমএফপি খুলনা, গবেষক ডক্টর অভিনাশ মিস্ত্রি, চিংড়ি ঘের মালিক শেখ আফজালুর রহমান, নাজমুল হোসাইন, মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব ও সুন্দরবন ক্লাব এর সাংবাদিকগণ এবং বিভিন্ন চিংড়ি চাষী ও ব্যবসায়ীগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত প্রজেক্টের হ্যাচারি কর্মকর্তা নাঈম আহমেদ।