আশাশুনি ব্যুরো : আগামী একুশে মে দ্বিতীয় দফায় আশাশুনি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করতে ইতিমধ্যে ব্যাপক গণসংযোগ শেষ করে মনোনয়ন সংগ্রহের কাজে নেমেছেন প্রার্থীরা। এরই অংশ হিসেবে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়নের জন্য টাকা জমা দিলেন আশাশুনি উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাউসুল হোসেন রাজ।
আগামী (২১ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন থাকলেও তিনি বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আশাশুনির জনতা ব্যাংক শাখায় নির্বাচনী ট্রেজারী চালানের টাকা জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি তার পিতা আলহাজ্ব গনি সরদার ও পরিবারের সদস্য সহ নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নের জন্য ব্যাংকে সরকার কর্তৃক নির্ধারিত টাকা জমা দিয়েছেন। একই দিনে তিনি অনলাইনে মনোনয়ন দাখিল করবেন বলেও জানা গেছে।
মনোনয়নের টাকা জমা প্রদান শেষে ব্যাংক থেকে বেরিয়ে তিনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন-সরকার যেহেতু একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করতে বদ্ধপরিকর সেহেতু আমি বিশ্বাস করি জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে এবং আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করলে আমি একটি জবাব দিহিতা মূলক উপজেলা গড়তে চাই। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার তিনি করবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি।