নিজস্ব প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে সাতক্ষীরা-সদও উপজেলায় জাতীয় পার্টিও মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টিরযুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এই দলীয় মনোনয়ন পত্রটি মশিউর রহমান বাবুর হাতে তুলে দেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
মশিউর রহমান বাবু সাতক্ষীরা-২ সদও আসনের সাবেক এমপি হাবিবুর রহমান হবির সুযোগ্য পুত্র। এরই মধ্যে তিনি গণসংযোগ, মতবিনিময় সভা, লিফলেট বিতরণ ও শুভেচ্ছা পোষ্টার লাগিয়ে প্রচার প্রচারণা চালিয়ে সদও উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে।
এছাড়াও মশিউর রহমান বাবুর পক্ষে উপজেলার ১৪টি ইউনিয়নের সাধারণ মানুষ সহ মাঠে নেমেছেন জেলা জাতীয় পার্টি সহ সব ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। তারুণ্যেও গণ জোয়ার ও তাঁর বিশাল কর্মী বাহিনী বলে দিচ্ছে জনপ্রিয়তায় বর্তমানে তিনি শীর্ষে রয়েছেন। এ বিষয়ে সদও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবু বলেন, আমি নেতা হওয়ার জন্য নয় বরং সাধারণ মানুষের সেবা করার জন্য কাজ কওে যাচ্ছি। আমি মানুষের কল্যাণে সব সময় এগিয়ে আসবো।
দলমত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। দলের পরিচয় বড় কথা নয়, আমরা সকলেই সাতক্ষীরা সদও উপজেলার মানুষ, আমরা সকলেই একটি পরিবারের লোকজন। তিনি আরও বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। আমার পিতা প্রায়ত সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি সাধারণ মানুষের ভাগ্যেও উন্নয়নের জন্য রাজনীতি করেছেন। আমিও সেই পথ অনুসরন করে চলতে চাই।
এদিকে, মশিউর রহমান বাবু সদও উপজেলায় জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পাওয়ায় আন্তরিক শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, জেলা জাতীয় পার্টিও সভাপতি শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু এমপি, পৌর জাতীয় পার্টিও সভাপতি কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টিও সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাতীয় পার্টিও যুগ্ন সাধারণ সম্পাদক শেখ শাখাওতুল করিম (পিটুল), সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, জাতীয় সেচ্ছাসেবক পার্টিও আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুবসংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পি, সাধারণ সম্পাদক আবু তাহের, জেলা ছাত্র সমাজের সভাপতি কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, জাতীয় তরুণ পার্টিও সভাপতি আবু ইয়াছিন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সদও উপজেলা যুব সংহতির সভাপতি মো: বদরুজ্জামান বদু, সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম, পৌর যুবসংহতির সভাপতি নাহিদ সুলতান শাহিন, সাধারণ সৈয়দ জাকির হোসেন বনি। এছাড়াও উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডেও সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা-অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।