বিলাল হোসেন, শ্যামনগর ব্যুরো : সাতক্ষীরা-০৪ আসনের এমপি এস এম আতাউল হক দোলনের গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। (১৯ এপ্রিল) শুক্রবার রাত ৯ টায় তার নির্বাচনি এলাকা কালিগঞ্জ উপজেলায় কৃষকলীগের একটি প্রোগ্রাম শেষ করে বাসায় ফেরার পথে। শ্যামনগর গোডাউন মোড়ে এসে পৌছালে তার গাড়ী লক্ষ করে ইট মারলে
গাড়ীর গ্লাস ভেঙে যায়। গাড়ির ভিতরে থাকা মৎস্যজীবী লীগের আহবায়ক ও এশিয়ান টিভির শ্যামনগর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান মারুফ আহত হয়। আহত সাংবাদিক মেহেদী হাসান মারুফকে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে এস এম আতাউল হক দোলনের সফরসঙ্গী ও পি এস শেখ নুরুজ্জামান টুটুল বলেন, আমার কালিগঞ্জ থেকে প্রোগ্রাম শেষ করে বাসায় ফেরার পথে গোডাউন মোড়ে পৌছালে এম পি সাহেবের গাড়িতে ইট ছুড়ে মারে দুর্বৃত্তরা। সরকারি পুলিশ সুপার সার্কেল শ্যামনগর, কালিগঞ্জ মোঃ আমিনুর রহমান বলেন, ঘটনা শোনার পরে পুলিশ সেখানে উপস্থিত হয়েছে। ঘটনা স্থল থেকে বাবু নামের একজনকে জীজ্ঞাসাবাদের জন্যে নেওয়া হয়েছে। এমপি স্যারের কোন সমস্যা হয়নি।