লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবিএম মোস্তাকিম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। শুক্রবার (১৯ এপ্রিল) অনলাইনে মনোনয়নপত্র দাখিল করা হয়।
আশাশুনি উপজেলা পরিষদে বারবার নির্বাচিত চেয়ারম্যান আবারও চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ইতিমধ্যে ব্যাপক প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের সম্মতি নিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতার লক্ষ্যে পবিত্র জুম্মার দিনে মনোনয়নপত্র জমাদানের সিদ্ধান্ত নেন তিনি। এরপর নিজ হস্তে অন লাইনে মনোনয়নপত্র সাবমিট করেন আলহাজ্ব এবিএম মোস্তাকিম।