নিজস্ব প্রতিনিধি : আসন্ন আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মটর সাইকেল প্রতিক বিজয়ের লক্ষ্যে বাদামতলায় আলিপুর ইউনিয়নের সর্বদলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ এপ্রিল শনিবার রাত ৯টায় আলিপুর ইউনিয়নের বাদামতলা চার রাস্তার মোড়ে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলাম জিয়ার উক্ত নির্বচনী পথসভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজার সঞ্চালনায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, সদর উপজেলা পরিষদে বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুণ অর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ-সভাপতি জিএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাজান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. মশিউর রহমান মউর এবং আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতিকে চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউল ইসলাম জিয়া। নির্বাচনী পথসভায় আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের শতশত নেতৃবৃন্দ।
নির্বাচনী পথসভায় বক্তারা বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে আলিপুর ইউনিয়ন থেকে জুলুম-নির্যাতন চিরতরে দূর করতে হবে। বক্তারা আরো বলেন, আগামী ২৮ এপ্রিল নির্বাচনে আলিপুর ইউনিয়ন পরিষদ থেকে ভূমিদস্যু, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত করার লক্ষ্যে মটর সাইকেল প্রতিকে ভোট দিয়ে জিয়াউল ইসলাম জিয়াকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করতে হবে।