শেখ মনিরুজ্জামান : তালার কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমানুল্লাহপুর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়। রবিবার (২১এপ্রিল)রাত ৮টায় তেঁতুলিয়া ও কুমিরা ইউনিয়ন এর মিলন স্থল আমানুল্লাহপর বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এই পথসভায় মাস্টার কলিমউদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক কাজী সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী গরীবের বন্ধু, তালা প্রেসক্লাবের সভাপতি, বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জামাল উদ্দীন মোড়ল, এডভোকেট জিল্লুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতপুর বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবদুল মজিদ, সাবেক ইউপি সদস্য আবু তালেব, শেখ কামরুজ্জামান, শেখ মনিরুজ্জামান প্রমূখ।
এডভোকেট জিল্লুর রহমান বলেন, আমরা সাংবাদিক এস এম নজরুল ইসলামকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারলে কলাপোতা থেকে আমানুল্লাহপুর বাজার, আমানুল্লাহপুর থেকে মির্জাপুর বাজারের রাস্তা পাকা করবো। তিনি একজন কলম সৈনিক কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি আর করবেন না।
উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম বলেন, আমি মনোনয়ন পত্র জমা দেওয়ার পর এই প্রথম পথ সভা আপনাদের আমানুল্লাহপুর বাজারে করলাম। আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে চাই শুধু মানুষের অধিকার আদায় করার জন্য। আপনাদের সকলের কাছে এই আমানুল্লাহপুর বাজার মন্দির প্রাঙ্গণের পথসভায় দোয়া ও আশীর্বাদ কামনা করছি।