নজরুল ইসলাম, পাইকগাছা প্রতিনিধি : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার উদ্ভোবনীশক্তি কে স্যালুট জানাই। করোনা মহামারী থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, প্রাকৃতিক প্রতিক‚লতার মধ্যেও তিনি তার মেধা প্রজ্ঞা কর্মদক্ষতা দিয়ে এ দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।
তিনি বলেন, কৃষি নির্ভর এ দেশের সৃষ্টিশীল কৃষকরা হলো বৃহত্তর চালিকা শক্তি ও বড় গবেষক। তারা যদি কৃষিবিদদের নিকট থেকে সময়োপযোগী প্রযুক্তি ব্যবহার করে তাহলে অধিক ফসল উৎপাদন করা সম্ভব হবে। তিনি রবিবার সকালে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ক্লাইমেট- স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। তিনি আরোও বলেন, এক সময় দেশের কৃষি ও কৃষকরা সব থেকে অবহেলিত ছিল।
এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষিবান্ধব সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার-বীজ ও কীটনাশকে ভুর্তকি দিয়ে কৃষকদের উৎসাহিত করছেন। সংসদ সদস্য শীত মৌসুমে আমন ধান কাটার পর মধ্যবর্তী অলস সময়ে উপক‚লীয় এলাকায় মিষ্টি পানিতে পতিত বা পড়ে থাকা জমিতে খুবই লাভ জনক তরমুজ চাষ ও বহুমুখী ফসল উৎপাদনের চিত্র তুলে ধরে সকলের দৃষ্টি কাঁড়েন। তিনি কৃষিবিদদের নতুন-নতুন গবেষণালব্ধ লবণ সহিষ্ণু ধান বা ফসলের জাত আবিস্কার করতে অনুরোধ করেন। একই সাথে তিনি কৃষকের উৎপাদিত ফসল বিক্রয়ে মধ্যস্বত্ত¡ভোগীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে এ মেলার উদ্বোধনী সভায় স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সহাকারী কমিশনার (ভ‚মি) ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মো. ওবাইদুর রহমান। প্রকল্প উপস্থাপন করেন কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান ও কাওছার আলী জোয়াদ্দার, অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, কৃষি ব্যাংকের ম্যানেজার মো. হাদিস উজ্জামান, আনছার ও ভিডিবি প্রশিক্ষণ আলতাফ হোসেন, কৃষক তৌহিদুর ইসলাম। এ সময় সরকারি দপ্তরের কর্মকর্তারা, ডিলার ও কৃষক কৃষাণি সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।