নিজস্ব প্রতিনিধি : সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রাজনগর ইয়াং ষ্টার ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগরে রাজনগর ইয়াং ষ্টার ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত।
সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি গোলঅম কিবরিয়া বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শওকত হোসেন, লাবসা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম বাপ্পি, সীমান্ত ডিগ্রী কলেজের সহকারী শিক্ষক ডাঃ মফিজুল ইসলাম। সমাজে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য ২৪ জন গুনি ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।