ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সারা দেশের ন্যায় বিগত কিছুদিন যাবত কালিগঞ্জে জনজীবন চরম ভোগান্তিতে প্রচন্ড খরা তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে ও বৃষ্টি পাতের আশায় উপজেলার শহীদ সামাদ স্মৃতি বাস টার্মিনাল মাঠে ইসতিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জোহরের নামাজ শেষে শত শত মুসল্লিদের অংশগ্রহনে ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।
দেশ ও জাতি মানবজাতির কল্যাণে জনজীবন স্বস্তি পেতে প্রচন্ড তাপ প্রবাহ থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ দোয়া ও নামাজ আদায় করা হয় উক্ত নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন নলতা শরীফ হাটখোলা জামে মসজিদের খতিব মাও. আনোয়ারুল ইসলাম এ সময় খোলা আকাশের নিচে প্রচন্ড রোদ উপেক্ষা করে অংশ গ্রহনকারী মুসল্লিবৃন্দ ক্রন্দনরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টি বর্ষনের আকুতি জানান।