নিজস্ব প্রতিনিধি : বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় শহরের আলবারাকা হোটেলে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ সাতক্ষীরা জেলা সংসদের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি কবি পল্টু বাশার, সহ সভাপতি মুক্তি মতিয়া খান, সহ সভাপতি নাদিরা বেগম, ফারজানা রুবি মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুদুল হক। আগামী নভেম্বরে বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের আঞ্চলিক সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়।