আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করার লক্ষ্যে উপজেলা সদরের শীতলপুর ওয়ার্ডে সেন্টার কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) এ কমিটি গঠন করা হয়।
উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমের চিংড়ী মাছ প্রতীকের পক্ষে সেন্টার কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ঢালী মোঃ সামছুল আলম। সভায় এলাকার সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় হোসেন আলী গাজীকে আহŸায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট ৯নং শীতলপুর ওয়ার্ড সেন্টার কমিটি গঠন করা হয়েছে।