মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তালায় তিন যুগ ধরে পথচারীদের মাঝে পানি তৃষ্ণা দূর করে আসছেন দেবনাথ পরিবার

প্রতিবেদক
satkhirar sakal
এপ্রিল ৩০, ২০২৪ ১২:১০ পূর্বাহ্ণ

সেলিম হায়দার : আসুন বসুন পানি ও জল, গ্রহণে তৃষ্ণা দূর করুন এমন লেখাটি আপনার সামনে পড়বে তালা-পাটকেলঘাটা সড়কের তালা উপজেলার গোপালপুর এলাকায়। প্রতিবছর বৈশাখ এক মাসে ধরে পথচারীদের ছোলা ও পানি তৃষ্ণা দূর করে আসছেন দীর্ঘ তিন যুগ ধরে শংকর দেবনাথ পরিবার।

ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামের সুধন্য দেবনাথ ছেলে শংকর দেবনাথ বলেন, এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ একসময় পায়ে হেঁটে চলাচল করত। বৈশাখ মাসে তীব্র তাপপ্রবাহ হতো। মানুষের খুব কষ্ট হতো হাটতে । ৭০ বছর আগে তার দাদু যতীন্দ্র দেবনাথ রাস্তার পাশে একটি বিশ্রাম ঘর তৈরি করেন। বৈশাখ এক মাসে ধরে তিনি সেই ঘরে ছোলা ও পানি দিয়ে মানুষকে তৃষ্ণা দূর আসেন। তার দাদুর মৃত্যুর পর তার বাবা সুধান্য দেবনাথ মানুষের সেবার কাজটি করতেন।

বাবার মুত্যুুর পর তার মা রেভা রানী দেবনাথ ও শংকর দেবনাথ প্রতিবছর পথচারীদের ছোলা ও পানি তৃষ্ণা দূর করার কাজটি করছেন। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, গোপালপুর এলাকায় রাস্তার ধারে একটি বিশ্রাম ঘর। দুইজন মহিলা পথচারীদের মাঝে ছোলা ও পানি দিচ্ছেন। কেউ কেউ বিশ্রাম নিচ্ছেন। মাটির কলসে পানি রাখা,পাশে রাখা আছে কাঁচা ছোলা ঘরে প্রবেশ করলে তারা আপ্যায়ন করছেন।

এম এ ফয়সাল বলেন, আমরা দেখে আসছি ছোটবেলা থেকে এখানে পথচারীদের মাঝে পানি ও ছোলা দিয়ে মানুষের সেবা করে করে। এ পথদিয়ে যখন চলি পানি পিপাসা লাগলে পানি তৃষ্ণা মিটায়। সাবেক তালা উপজেলার ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন জানান, মানুষের চলাচল পথে বিনামূল্যে পানি ও ছোলা দিয়ে মানুষের তৃষ্ণা মিটে যাচ্ছে দেবনাথ পরিবার। আমি দোয়া করি যেন তারা মানুষের সেবা করতে পারে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত