পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় এই সর্বপ্রথম উন্মুক্ত অবস্থায় টিআর,কাবিটা,কাবিখা প্রকল্প হস্তান্তরের ব্যবস্থা করে জনসাধারণের মনের কুটুরে জায়গা করে নিয়ে প্রশংসায় ভাসছেন খুলনা ৬ আসন পাইকগাছা -কয়রার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীসহ জনসাধারণের সম্মুখে সম্পূর্ণ উন্মুক্তভাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় দলীয় কার্যালয় এ বিতরণ করেন।
টিআর, কাবিটা কাবিখা প্রকল্পের বিতরণ কালে তিনি বলেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে আমি এই উন্মুক্ত ভাবে প্রকল্প বিতরণ করলাম, আমি এই প্রকল্পগুলো স্বচ্ছ ভাবে কাজ করার জন্য সবাইকে আহবান করব, যদি স্বচ্ছ ভাবে কাজ করা যায় দেশ ও জাতির মঙ্গল হবে সাথে সাথে পাইকগাছা বাসির ভাগ্য পরিবর্তন হবে উন্নয়ন হবে এলাকায়, আর এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে সহযোগিতা করার জন্য এবং পাশে থাকার জন্য অনুরোধ জানাই।
দেশের ভাগ্য পরিবর্তন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সাথে সাথে আমরা যারা সংসার সদস্য হয়েছি তারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে তার কর্মযজ্ঞ কে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি ।
তিনি আমি আমার নীতি থেকে এক চুল পরিমাণ নড়বো না এবং কোন দুর্নীতি কে প্রশ্রয় দিব না তাই আজ এই প্রকল্পগুলো উন্মুক্ত ভাবে বিতরণ করা হলো। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের নেতা খাইরুল ইসলাম , সহ-সভাপতি সমিরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দমোহন বিশ্বাস,সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং দলীয় নেতা-কর্মী বৃন্দ।