বিশেষ প্রতিনিধি : নব-নির্বাচিত ৭নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রউফ সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
৩০এপ্রিল মঙ্গলবার সকাল এগারোটায় ফুলের শুভেচ্ছা জানান, আলিপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মতিউর রহমান, সহ সুপার আব্দুল মান্নান, অত্র প্রতিষ্ঠান শিক্ষক ভোমরা স্থল বন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা শরিফুল জামান, মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা শামসুজ্জামান, এবতেদায়ী প্রধান মাওলানা মফিজুল ইসলাম, আলী আজম, আবুল খায়ের, শামীমাসুলতানা, আকলিমা খাতুন, শরিফা খাতুন, আমরিনা খাতুন প্রমুখ। নব- নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর আব্দুর রউফ সাহেবকে দীর্ঘায়ু কামনা করেন অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।