বুধবার , ১ মে ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে প্রচন্ড তাপদাহ ও রৌদ্রের কারণে জনজীবন অতিষ্ঠ পানির জন্য হাহাকার

প্রতিবেদক
satkhirar sakal
মে ১, ২০২৪ ১২:০৬ পূর্বাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সারা দেশের ন্যায় কালিগঞ্জে প্রচন্ড তাপদাহ ও রৌদ্রে চারিদিকে পানির জন্য হাহাকার। কালিগঞ্জ উপজেলায় মঙ্গলবার (৩০এপ্রিল) দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় সর্ব উচ্চ ৪২.৭ ডিগ্রী সেলসিয়াস। বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রধান একটি অংশ হিসেবে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বিভিন্ন অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায় রেইন ওয়াটার হার্ভেস্টার সরকারের সময় উপযোগী প্রকল্প হল পানির ট্যাঙ্ক বিতরণ কর্মসূচি।

উপজেলাধীন উপকূলীয় অঞ্চল এলাকার মানুষের প্রধান সমস্যা হল সুপেয় পানির। সময়ে চলমান প্রচন্ড তাপদাহ এবং সুপেয় পানির অভাবে মানুষ এখন দিশেহারা। এ লক্ষ্যে বর্তমান সরকারের উদ্যোগে বৃষ্টির পানি সংরক্ষণ ও উপকূলে অঞ্চলে স্বল্প মূল্যে পানির ট্যাঙ্ক বিতরণ করা। এটি টেন্ডারের মাধ্যমে ঠিকাদারের সহযোগিতায় স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা অনুযায়ী পানির ট্যাংক বিতরণ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

এই প্রকল্পে এলাকার সাধারণ মানুষের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প পরিণত হয়েছে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন অঞ্চলে কয়েক হাজার মানুষ নিরাপদ পানির ট্যাংক পেয়েছেন। ইতি মাধ্যমে অনুসন্ধানে জানা গেছে। সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প নিরাপদ পানি সরবরাহ কালিগঞ্জে সুপেয় পানিসহ দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য পানির সংকট নতুন কিছু নয়। উপজেলার বিভিন্ন এলাকায় কিছুটা পানি সংকট নিরেশনে লিটার দরে বিক্রি হচ্ছে পানি। ব্যক্তিগত বেসরকারিভাবে মালিকানাধীন সুপেয় পানির প্লান প্রকল্প স্থাপনের কারণে।

এই সংকট নিরসনে সরকার কোটি কোটি টাকা খরচ করলে ও অসচ্ছল সুবিধাভোগী অনেকেই তার সুফল পাচ্ছে না প্রান্তিক জনগোষ্ঠী। বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে একাধিক প্রকল্প শুধু টাকা খরচের মাধ্যমে পরিণত হয়েছে। প্রাপ্ত তথ্য সূত্র মতে, কালিগঞ্জ উপক‚লীয় এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে পানি সংরক্ষণের ট্যাংক ও অন্যান্য সরঞ্জাম দেওয়া হচ্ছে।

‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’ ও ‘উপক‚লীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ’ নামে দুটি প্রকল্পের আওতায় পানির ট্যাংক বরাদ্দ দেওয়া হচ্ছে একটি হল নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন শীর্ষক প্রকল্পের আওতায় রেইন ওয়াটার হার্ভেস্টার (অওজচ) এবং অকউ প্রজেক্ট টিএসপি এর অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় উপক‚লীয় অঞ্চলে নিরাপদ পানির ট্যাংক সরবরাহ প্রকল্প । উপকূলীয় অঞ্চলের স্থানীয় জনপ্রতিনিধিদের তালিকা অনুযায়ী গ্রাহকের বাড়িতে পানির ট্যাংক পৌঁছে দেওয়া।

প্রতিটি ট্যাঙ্কে এক একটি বাড়িতে তিন হাজার লিটার বৃষ্টির পানি ধারণক্ষমতার পানির ট্যাংক ও অন্যান্য সরঞ্জাম স্থাপনের জন্য উপকারভোগীদের ১ হাজার ৫০০ টাকা হারে সরকারি কোষাগারে জমা দিতে হয়। কিন্তু দুঃখের বিষয় এজন্য কিছু অসাধু কর্মকর্তার কারণে তাদের যোগাযোগের মাধ্যমে দালালের যোগসাজে গুনতে হচ্ছে ৬ থেকে ৭ হাজারের অধিক অথবা মোটা অংকের উৎকোচের বিনিময়। তবে ভুক্তভোগীর মধ্যে মথুরেশপুর ইউনিয়নের চরদাহ গ্রামের ব্যবসায়ী গিয়াস উদ্দিন, নূর আলম, রফিকুল ইসলাম মোটা অংকের উৎকোচের টাকা দেওয়ার কথা স্বীকার করলেও এই টাকা কেবা কারা নিয়েছে তাদের নাম বলতে চায়নি অনেকেই।

স্থানীয়দের মতে তাদের নিরাপত্তার অভয় দিলে এবং যদি ঘুষখোরদের নাম বললে তাদের বিরুদ্ধে শাস্তি হয় তাহলে নাম বলতে রাজি নয় অনেকেই।

অনুসন্ধানে আরো জানা যায়, খাবার পানির সংকটে থাকা প্রকৃত অসহায় দরিদ্র মানুষের কিছুটা পরিবর্তে জন্য উপজেলার বিভিন্ন এলাকায় বিত্তবান ও চাকরিজীবীদের মাঝে অতিরিক্ত অর্থের বিনিময়ে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। তিন হাজার লিটারের একটি পানির ট্যাংক দোকানে কিনতে ২০ থেকে ২৫ হাজার টাকা লাগে। কিন্তু এখানে তারা ১০/১২ হাজার টাকায় পাচ্ছেন। কে শোনেন কার কথা, যদিও ট্যাংকে লেখা আছে সরকারি বরাদ্দ বিক্রয়ের জন্য নয় ‘জলধারাটি ক্রয় ও বিক্রয় সমভাবে শাস্তিযোগ্য অপরাধ’।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

মণিরামপুরে আম্রঝুটায় বৃদ্ধাকে জখম করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

সাতক্ষীরায় পানি ও খাবার স্যালাইন নিয়ে শিক্ষার্থী-পথচারীদের পাশে ছাত্রদল

সখিপুর কলেজ মাঠে জাতীয় হেফজুল কোরআন প্রতিযোগিতা

অবশেষে বাঁশতলায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত

শ্রীউলায় চিংড়ী মাছ প্রতীকের নির্বাচন পরিচালনা অফিস উদ্বোধন

সামেক হাসপাতালে ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব এবং কলেজ ক্যাফেটেরিয়ার উদ্বোধন

কালিগঞ্জে বসন্তপুর নৌ-রুট পরিদর্শন করলেন ইউএনও সহ দুই বাংলার কবি ও সাহিত্যিক

সাতক্ষীরায় আশা’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প

কালিগঞ্জে মটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক : ৪টি মটরসাইকেল উদ্ধার

কলারোয়া উপজেলা স্কাউটসের বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন