রবিউল ইসলাম, ফিংড়ী প্রতিনিধি : ফিংড়ী ইউনিয়ন পরিষদে যুব নেতৃত্বে দুর্যোগকালীন ঝুঁকিতে থাকা মানুষের মান সম্মত সেবা নিশ্চিত করার জন্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় সরকার, স্বাস্থ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০এপ্রিল) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো বাস্তবায়নে একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় যুব নেতৃত্বে দুর্যোগকালীন ঝুঁকিতে থাকা মানুষের মানসম্মত সেবা নিশ্চিত করার জন্যে এডভোকেসি সভায় ১৪ নং স্মার্ট ফিংড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা, সাতক্ষীরা আ: বাছেদ। বিশেষ অতিথি হিসেবে পস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাতক্ষীরা সদর মো: ইয়ারুল হক, ফিংড়ী ইউনিয়ন পরিষদ ইউপি সচিব কাঞ্চন কুমার দে, ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদ ইউপি সচিব আমিনুর রহমান।
উপস্থিত ছিলেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ^াস, ফিংড়ি ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড, সদস্য রেবেকা সুলতানা, ৪,৫,৬ নং ওয়ার্ড রতœা রাণী সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ড সালমা খাতুন, ২নং ওয়ার্ড মো: আরশাদ আলী, ৪নং ওয়ার্ড মো: মাহফুজ সরদার, ৭নং ওয়ার্ড মো: আবু ছালেক, ৩নং ওয়াডর্ মো: আবু সাঈদ মোল্ল্যা, ৬নং ওয়াড মো: জাহিদুজজামান, ৯নং ওয়ার্ড দীপঙ্কর ঘোষ, ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ড আফরোজা খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ড মোছা: ময়না খাতুন, ৭,৮,৯ নংওয়ার্ড নুরুন্নাহার, ফ্যামিলি ওয়েল ফেয়ার ভিজিটর মোছা: সামছুন্নাহারও যুব সদস্য বৃন্দ। উক্ত এডভোকেসি সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান নির্বাহী, সিডো, সাতক্ষীরা শ্যামল কুমার বিশ^াস।
দুর্যোগ কালীন ঝুঁকিতে থাকা মানুষের মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ও স্থানীয় সমস্যা সমাধান ও বিপদাপন্নতা বিশ্লেষণের প্রতিবেদন উপস্থাপনা করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ। বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর মাসুদ রানা, কর্ণফুলী যুব সংঘের সেক্রেটারী শাহনাজ পারভীন, বেতনা যুব সংঘের সেক্রেটারী সাকিব হাসান, সবুজ পৃথিবী যুব সংঘের সদস্য আজমাইন, লাল গোলাপ যুব সংঘের সাধারণ সম্পাদক সামিরা খাতুন।
এডভোকেসি সভার উদ্দেশ্য ও প্রত্যাশা ছিল দুর্যোগের সময় আশ্রয় কেন্দ্রে সামাজিক সুরক্ষা নিশ্চিত করা যাতে ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা যথাযথ পরিসেবা পান, বিশেষ করে (লিঙ্গ ভিত্তিক সহিংসতা, গর্ভাবস্থা/মাতৃকালীন জরুরী স্বাস্থ্যসেবা, মাসিক স্বাস্থ্য এবং অন্যান্য সুরক্ষা) সে বিষয়ে পদক্ষেপ গ্রহন করা। দুর্যোগে আশ্রয় কেন্দ্রে নারীদের জন্য পৃথক স্বাস্থ্য সেবা/স্যানিটেশন সুবিধা প্রদান করা।
নারীদের দুর্বলতা ও ঝুঁকি চিহ্নিত করা এবং লিঙ্গ প্রতিক্রিয়াশীল আশ্রয় কেন্দ্র ব্যবস্থা চালুকরা। সমগ্র অনুষ্ঠানিটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাতক্ষীরা ইয়ূথ হাবের কো-অর্ডিনেটর মাসুদ রানা ও প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান তহিদ। উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ইয়ূথ পিয়ার গ্রæপ ফ্যাসিলিটেটর হৃদয় মন্ডল।