নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটায় ভয়ংকর মাদক এলএসডিসহ সাইফুল ইসলাম (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে চার বোতল এলএসডি মাদক উদ্ধার করা হয়। সোমবার দিবাগত রাতে পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আটক সাইফুল ইসলাম পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের আনছার আলী মোড়লের ছেলে।
মঙ্গলবার (৩০) পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বিপ্লব কুমার নাথ বলেন, মাদক পাচার হচ্ছে, এমন খবর পেয়ে কুমিরা এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় ১শ গ্রামের চার বোতল এলএসডিসহ সাইফুলকে আটক করা হয়। তিনি আরো জানান,জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য চার কোটি ১৬ লক্ষ টাকা। এব্যাপারে থানায় একটি মাদক মামলা দিয়ে সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।