কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কলেজ মোড় টু কৃষ্ণনগর চৌমুহনী বাজারের মূল সড়কে অবৈধ ইঞ্জিন চালিত ট্রলি ও ডাম্পারের জন্য অতিষ্ঠ সাধারণ যানবাহ চালাক ও যাত্রীরা। এই সড়কটি কৃষ্ণনগর বিষ্ণুপুর ও কুশুলিয়া ইউনিয়নের মানুষের এক মাত্র চলাচলের রাস্তা। কিন্তু দুঃখ বিষয় উপজেলা প্রশাসনের কোন পদক্ষেপ নেই এই সব যানবাহন বন্ধের জন্য।
গত সোমবার ২৯, এপ্রিল সকালে উক্ত সড়ক দিয়ে যাওয়ার সময় পথে এক জন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেলে তিনি প্রতিদিন এই রোড দিয়ে চলাচল করেন। কিন্তু প্রায় সময় ডাম্পার ও ইঞ্জিন চালিত ট্রলির ঝামেলায় পরেন। এবং একজন মোটর সাইকেল আরোহী বলেন আমরা যেমন বাইকের লাইসেন্স করি তেমন এইসব অবৈধ ডাম্পার, ট্রলি, ইঞ্জিন, চালিত, ভ্যানের লাইসেন্স করা আইন করা প্রয়োজন বলে মনে করেন। এই সব গাড়ি ড্রাইভারদের অনেকের লাইসেন্স নেই আবার অনেক ড্রাইভার হিসেবে অদক্ষ।
পেছনে যদি কোন যানবাহন থাকে সিগনাল দিলেও সাইট দিতে চাই না। অতিরিক্ত স্পিডে চালাই। দ্রæত এই সব গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ না নিলে জনজীবন ক্ষতির মূখে পরবে এবং পরিবেশ দূষিত হবে এবং সড়ক পথে ঝুঁকি বাড়বে দিন দিন। বিষয়টি উদ্ধাতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।