বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তালা উপজেলা পরিষদ নির্বাচন : উৎবমুখর পরিবেশে প্রতীক পেয়েই প্রচার শুরু

প্রতিবেদক
satkhirar sakal
মে ২, ২০২৪ ১১:৪১ অপরাহ্ণ

সেলিম হায়দার : উৎবমুখর পরিবেশে সাতক্ষীরা তালায় দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনি প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা । নিজ নিজ প্রতীকের পোস্টার টানানোর পাশাপাশি মাইকেও চলছে প্রচার-প্রচারণা।

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২ মে) সকালে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সরোয়ার হোসেন। উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ), সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ), এস এম নজরুল ইসলাম (ঘোড়া), প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম), আতাউর রহমান গোলদার, (মোটরসাইকেল), এমএ মালেক (আনারস) ও বিশ্বজিত সাধু (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন। অন্যদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন (মাইক), সাংবাদিক মোঃ আব্দুল জব্বার (তালা), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ), নাজমুল হুদা পলাশ (টিয়া পাখি), শাহ আলম টিটো (টিউবওয়েল), শেখ বাবলুর রশিদ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক পেয়েছেন ।

উল্লেখ্য, আগামী আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দোয়াত-কলম প্রতীকের মোঃ আমিনুল ইসলাম বলেন, উপজেলাকে নতুন করে সাজাতে আমি তৃণমূল থেকে কাজ করার প্রত্যয় নিয়েই মাঠে নেমেছি। মাঠে আছি, জনগনকে পাশে পাচ্ছি বলে ভালো কিছুর প্রত্যাশাও রাখছি। পিতা মাতার কবর জিয়ারত করে প্রচারণা শুরু করেছেন চিংড়ি মাছ প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সরদার মশিয়ার রহমান।

তিনি বলেন, আগামী ২১ মে চিংড়ি মাছ প্রতীকের পক্ষে তালা উপজেলার জনগণ রায় দেবে। সে লক্ষ্যে প্রচার-প্রচারণায় নেমেছি। কাপপিরিচ প্রতীকের উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঘোষ সনৎ কুমার বিকালে খলিলনগর ইউনিয়নে কর্মী সভার মধ্যে দিয়ে প্রচারণা শুরু করেছেন। এসময় তিনি বলেন উপজেলার জনসাধারণ আমাকে চায়। তাদের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকতে চাই। এ উপজেলার উন্নয়নে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব।

উল্লেখ্য, আগামী আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের মানুষ ও পশ্চিম বাংলার মানুষ একই সূত্রে গাঁথা- এমপি রবি

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কালিগঞ্জে এক গৃহবধূর অপারেশন ছাড়াই ৩ সন্তান প্রসব

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

দেবহাটায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন রুগিদের সহায়তা চেক প্রদান

যশোরে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবকদের মাঝে দুর্যোগকালীন সময় ব্যবহারে বিভিন্ন উপকরণ বিতরণ

সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সরকারি কালিগঞ্জ পাইলট স্কাউটস গ্রুপ

জেলা হাফেজ পরিষদ নেতৃবৃন্দের সাথে আসাদুজ্জামান বাবু’র মতবিনিময় সভা ও দোয়া

আসাদুজ্জামান বাবু’র সাথে পৌর ০৯ নং ওয়ার্ড আ.লীগের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়