শেখ মনিরুল ইসলাম : বুধবার সকাল আটটায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজ গেটের সামনে অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা, বাসদ (মার্কসবাদী) জেএসডি, সিপিবি, কাংলাদেশ জাসদ, বিপ্লবী ওয়াকার্স পাটি, বন ও পরিবেশ কমিটি এবং বাসদ এর আয়োজনে মহান মে দিবস অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবি’র সভাপতি কমরেড আবুল হোসেন’র সভাপতিত্বে এবং উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উদীচী সাতক্ষীরার সহ সভাপতি, সমাজসেবার সাবেক পরিচালক শেখ মুহসিন আলি, অ্যাড.খগেন্দ্র নাথ ঘোষ, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলি, বাসদ মার্কসবাদী নেতা চিত্তরঞ্জন সরকার, সিপিবি সম্পাদক ইয়ার আলি, বাসদ নেতা আবু তালেব, জেএসডি নেতা আব্দুল জব্বার, উদীচীর সদস্য কবি সালেহা আক্তার, জাসদেও যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, পৌর নেতা আশরাফ সরদার স্বাস্থ্য কমিটির আব্দুল্লাহ বিশ্বাস- নারী নেত্রী রওশনারা, কবি মনিরুজ্জামান, নদী ও পরিবেশ কমিটির সভাপতি আদিত্য মল্লিক, সাংবাদিক মুনসুর রহমান, বিপ্লবী ওয়াকার্স পাটির বয়েজিদ হাসান, প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, কাজী মাসুদুল হক, কবি রুবেল হোসেন, আদিত্য মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন গার্মেন্টস শ্রমিকদের ন্যুনতম বেতন মাসিক পঁচিশ হাজার টাকা ও চা শ্রমিকদের প্রতিদিনের মজুরী পাঁচশত টাকা করার সরকারের প্রতি আহবান জানান। এছাড়া ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিতে বিশেষ সিন্ডিকেট দমনের আহবান জানানো হয়। বক্তারা আরও বলেন-সরকারি কলেজ রোড, প্রাণ সায়র খাল সংস্কার, ও জলাবদ্ধতার জন্য পৌরসভার গাফিলতি বলে উল্লেখ করা হয়।