বৃহস্পতিবার , ২ মে ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে পৃথক অভিযানে ১২ হাজার কেজি অপরিপক্ক আম জব্দ ভ্রাম্যমান আদালতে বিনষ্ট

প্রতিবেদক
satkhirar sakal
মে ২, ২০২৪ ১০:৪৯ অপরাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে নির্দিষ্ট সময়ের আগেই অপরিপক্ক রাসায়নিক দ্রব্যে পাকানো আম ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাতের তৎপরতা শুরু করেছে অসাধু চক্র। মানবদেহের জন্য ব্যাপক ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো এ সমস্ত আম। জনস্বার্থে অসাধু ব্যবসায়ীদের রুখতে মাঠে নেমেছে জেলা ও উপজেলা প্রশাসন। ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো প্রায় ১২ হাজার কেজি আম ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার চাম্পাফুল কালীবাড়ি এলাকায় ও বুধবার বেলা ১০ টায় উপজেলা ক্যাম্পাসের সমাজসেবা কার্যালয় সংলগ্ন এ আম জব্দের পর গাড়ির চাকায় পিষ্ট করে ধ্বংস করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর দাশ ও সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আজাহার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে কালীবাড়ি বাজার এলাকায় বুধবার বেলা ১০ টার দিকে উপজেলা নলতা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকায় নিয়ে যাওয়ার সময় প্রায় ১২ হাজার কেজি গোবিন্দভোগ আম জব্দ করা হয়।

তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর পূর্বে মালিকপক্ষ পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আমগুলো অপুষ্ট ও ক্যামিকেলে পাকানো বলে নিশ্চিত হয়ে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়। এর আগে গত ২৭ এপ্রিল কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকায় অভিযান চালিয়ে ৪শ’ কেজি অপরিপক্ক আম ধ্বংস করা হয়। গত ২৮ এপ্রিল সাতক্ষীরা জেলা প্রশাসক ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর ও সাতক্ষীরার উপপরিচালক এক বিজ্ঞপ্তিতে জানান, সাতক্ষীরা জেলায় এ বছর আমের মুকুল দেরীতে এসেছে।

এখন পর্যন্ত জেলার কোথাও গোবিন্দভোগ/হিমসাগর/ল্যাংড়া আম পরিপক্ক অবস্থায় উপনীত হয়নি। জেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে নিয়ে সভা করে আম সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ করবে। সে মোতাবেক গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত করতে হবে। অসদুপায় অবলম্বন করে রাসায়নিক দ্রব্যে পাকানো অপরিপক্ক আম খাদ্য হিসেবে মানব দেহে গ্রহণে ঝুঁকি রয়েছে জানিয়ে সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। অসদুপায় উপায় অবলম্বনে জড়িতদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

তালায় বাল্যবিবাহের অপরাধে বর ও কনের পিতাকে জরিমানা

তালায় খেশরা সর. প্রাথ. বিদ্যালয় থেকে ১০ টি ফ্যান চুরি

ঠিকাদারের গাফিলতিতে আবারও বন্ধ হলো আশাশুনির ধাপুয়া ব্রিজের নির্মাণ কাজ

সাতক্ষীরায় দুই বস্তা নকল বিড়িসহ আটক-২, অতঃপর মুচলেকায় মুক্তি

কালিগঞ্জে রাজ মোটরস এর শোরুম উদ্বোধন

কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে মা সমাবেশ

সাংবাদিক ইশারাত আলীর ৪৯ তম জন্মদিন পালন

শেখ হাসিনার হাতেই এদেশ নিরাপদ : শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এমপি রবি

কুলিয়ায় মাদক সেবনে নিষেধ করায় ঘের মালিক সহ ৩ জনকে পিটিয়ে জখম

সাতক্ষীরাসহ সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী