পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রখর রোদে তাপমাত্রা বৃদ্ধির ফলে মানুষ, পশু, পাখি, গাছ-পালা, কৃষি জাত দ্রব্যের ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় পাইকগাছা পৌরসভার উদ্যোগে সড়ক তীব্র তাপদাহ থেকে স্বস্তির জন্য পৌরসদরের বিভিন্ন রাস্তায় পানি দিয়ে ভেজানো হচ্ছে যাতে করে জন জীবনে প্রশান্তি আসে। পাশাপাশি পথচারী, ভ্যান চালক, শ্রমিক দের তৃষ্ণা নিবারণে শরবত দিতে দেখা গেছে।
বেশ কিছুদিন ধরে সারাদেশের ন্যায় পাইকগাছাতেও বইছে তীব্র তাপদাহ, কোন, কোন দিন সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড হচ্ছে, সেই তাপদাহে জনজীবন একেবারে অতিষ্ঠ। মাস পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই। এ অবস্থার ফলে মানুষের মধ্যে দেখা দিয়েছে নানা রকম শারিরীক ও মানুষিক সমস্যা। এরই মাঝে গত শুক্রবার রহমত আলী সানা (৩৫) নামে এক যুবকের হিট স্ট্রোকে মৃত্যু হয়। শুধু তাই নয় হাসপাতাল ও ক্লিনিক গুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। অতিরিক্ত গরমের কারণে প্রেসার ও স্ট্রোক এর ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, সারাদেশের ন্যায় পাইকগাছাতেও অস্বাভাবিক তাপমাত্রা সেটা মাথায় রেখে জনগন যাতে করে একটু হলেও স্বস্তি পায় সেজন্য আমরা পৌরসভার প্রধান প্রধান সড়কে পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। সাথে তৃষ্ণা নিবারণে শরবত পানি বিতরণের ব্যবস্থা অব্যাহত রয়েছে। বিশেষ করে ভ্যান চালক, পথচারী ও দিন মজুরদের খুবই কষ্ট হয়ে পরেছে। সাধারণ মানুষের চলাচল দুর্বিষহ হয়ে পরেছে।
সেজন্য আমাদের এই উদ্যোগ, যতদিন তাপমাত্রা স্বাভাবিক না হয় ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বুধবার দুপুরে এসময় প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু ও এস এম তৈয়বুর রহমান, কাউন্সিলর আসমা আহম্মেদ সহ অনেকে উপস্থিত ছিলেন। পৌরসভার এমন উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন পাইকগাছার সকল শ্রেণি, পেশার মানুষ।