বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রাতের আঁধারে বসত বাড়ীতে হামলা ও লুটপাট সহ নগদ অর্থ ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, গত রবিবার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে। অভিযোগে জানাযায়, মাছিয়াড়া গ্রামের মেহের আলী ফকিরের ছেলে আবুল কালাম ফকিরের সহিত প্রতিবেশী শের আলী ফকিরের ছেলে আমের আলী ফকিরের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।
গত রবিবার রাত ৯টার দিকে আমের আলী ফকিরের নেতৃত্বে ১০/১২ জন দুর্বৃত্ব লাঠিসোটা নিয়ে আবুল কালাম ফকিরের বাড়ীতে আকর্ষিক হামলা চালায়। এ সময় তারা অস্ত্রের মুখে বাড়ীর সকলকে জিম্মি করে বাড়ীঘর লুটপাট সহ নগদ প্রায় ২ লক্ষ টাকা লুট করে। আবুল কালাম ফকির আরও জানান, রবিবার রাতে পোল্ট্রি (ব্যবসায়ী) মহাজনের নিকট থেকে ১ লক্ষ ৭৫ টাকা নিয়ে ঘরে রাখার সাথে সাথে আমের আলী ফকিরের নেতৃত্বে ১০/১২ জন দুর্বৃত্ব লাঠিসোটা নিয়ে আতর্কিত বাড়ীতে ঢুকে হামলা শুরু করে।
আরও জানান, জমি-জমা বিষয়ে স্থানীয় চেয়ারম্যান-মেম্বররা মাপ-জরিপের মাধ্যমে একটা আপোষ মিমাংসা করে দিয়েছে। কিন্ত আমের আলী মুলত টাকা লুটকরার উদ্দেশ্যেই ঐদিন জমি-জমার অজুহাতে বাড়ীতে হামলা চালিয়ে নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতিনিয়েছে বলে জানান। এবিষয় আমের আলী ফকিক সব অভিযোগ অস্বীকার করেছেন।