ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নে যাতায়াতের পথ নিয়ে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ মে) বিকালে ইউনিয়নের পারতেতুলডাংগা এলাকায় এঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় ওই এলাকার আব্দুল গফফারের ছেলে কবিরুল ইসলাম, রবিউল ইসলাম ও মেয়ে আরিফা খাতুন গুরুতর ভাবে আহত হয়েছেন। বর্তমানে তারা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মফিজুল, শফিকুল ও আজিজুল ইসলামের সাথে যাতায়াতের পথ নিয়ে বিরোধ ছিল কবিরুল-রবিউলদের। কবিরুল-রবিউলদের পৈত্রিক সূত্রে বসতবাড়ির পথ পাওনা হলেও পেশিশক্তির বলে ও পথ দিয়ে তাদেরকে যাতায়াত করতে দিতেন না মফিজুলসহ তার ভাইয়েরা। এনিয়ে উভয়ের ভিতরে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। একপর্যায়ে শুক্রবার বিকালে ওই পথ দিয়ে কবিরুল ও তার ভাই রবিউল ইসলাম ধান নিয়ে আসলে তাদের পথ গতিরোধ করেন মফিজুলসহ তার ভাইয়েরা। একপর্যায়ে কোনকিছু বুঝে ওঠার আগে মফিজুলদের অতর্কিত হামলার শিকার হন কবিরুল, তার ভাই রবিউল ও বোন আরিফা।
এসময় তাদের হামলায় গুরুত্বর ভাবে আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। আর এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কবিরুল ইসলাম। ঘটনার বর্ণনা দিয়ে কবিরুল বলেন, পৈত্রিক সূত্রে ওই পথটি আমাদের। বহু বছর ধরে ওই পথ ব্যবহার করে যাতায়াত করি। তবে এই পথটি নিজেদের সম্পত্তি বলে দাবি করে মফিজুলরা। এনিয়ে স্থানীয়ভাবে বহুবার বসাবসি হলেও তারা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে ঘটনার দিন ওই পথ ব্যবহার করে মাঠ থেকে ধান নিয়ে আসলে তারা আমাদের উপরে হামলা চালায়। তার দাবি, পেশিশক্তির বলে তারা আমাদের পৈত্রিক সম্পত্তি জবরদখল করতে এই হামলা চালিয়েছে বলে। আর এঘটনায় সুষ্ঠু বিচার পেতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।