অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : আসন্ন ২১শে মে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ঘোড়া প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আবু রাহান তিতু মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। শনিবার (৪মে) সকাল ১০ ঘটিকা হইতে বিকাল চারটা পর্যন্ত উপজেলার ৫টি ইউনিয়নে তিনি নির্বাচনী প্রচারণা ও শোভাযাত্রা করেছেন।
পুষ্পকাটি সরদার বাড়ি মোড় হতে তার নেতাকর্মী ও সমর্থকরা প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে বহেরা বাজার, কুলিয়া বাজার, পারুলিয়া বাসস্ট্যান্ড, সখিপুর মোড়, গাজীরহাট মোড়সহ দেবহাটা বিভিন্ন জায়গায় মানুষের সাথে মতবিনিময় করেন। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের ¯েøাগানে মুখরিত করেন। উপজেলা চেয়রম্যান প্রার্থী আবু রাহান তিতু বলেন, আমি আপনাদের দোয়া নিয়ে ভোটের মাঠে নেমেছি।
আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। দুর্নীতিমুক্ত স্মার্ট উপজেলা পরিষদ গড়তে চাই। আমার প্রতীক ঘোড়া আশাকরি আগামী ২১মে উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি আমাকে প্রদান করে খেদমত করার সুযোগ দিবেন। এসময়, ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্রিগেজিয়ার জেনারেল (অব:) মো: নাহিদুর রহমান খান। আবু রাহান তিতু’র ভগ্নিপতি সুইডেন প্রবাসী নজিবুল ইসলাম খানসহ নেতাকর্মী ও সমর্থকরা
উপস্থিত ছিলেন।