জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ০৫ মে রবিবার বিকাল ৪টায় গ্রামীণ জীবনমান উন্নয়নের লক্ষ্যে “প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার” শীর্ষক কার্যক্রমের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলার খানপুর দাসপাড়া মন্দির মাঠে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে এ মহিলা সমাবেশ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরার উপ পরিচালক শেখ মোঃ হাশেম আলী।
মহিলা সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নাজমুন নাহার, বাংলাদেশ মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী মন্ডল, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আশাশুনি সমন্বয়কারী রেহেনা পারভীন, ফিল্ড অর্গানাইজার শিউলী সরকার। জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় মহিলা সমাবেশ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ (ব্র্যান্ডিং), মাদকের ভয়াবহতা প্রতিরোধ, বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস দমন, নারী শিক্ষা ও জেন্ডার সমতা, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সাফল্য ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে তালা উপজেলা খানপুর এলাকার প্রায় দুইশত নারী অংশ গ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)