কালিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমানের দিক নির্দেশনায় কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নেছার উদ্দীন খানের নেতৃত্বে সোমবার (৬মে) সকাল ১১ টায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে কালিগঞ্জ সরকারি কলেজ চত্ত¡রের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পথসভা করেন এবং সব শেষে কলেজ গেটে এসে আলোচনার মাধ্যমে সভা শেষ করেন এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণত সম্পাদক রাকিব ইয়াছির রাসেল এবং সরকারি কলেজ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।