শেখ মোশফেক আহমেদ : তৃতীয় ধাপে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচন ২৯ মে। চেয়ারম্যান পদে ৫জন ও ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জনসহ মোট ১১জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন। রবিবার ৫ মে জেলা নির্বাচন অফিসের হলরুমে যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে এড. তামিম আহমেদ সোহাগ ঋণ খেলাপী হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
এছাড়া বাছাইয়ে বৈধ চেয়ারম্যান প্রার্থীরা হলেন-এসএম শওকত হোসেন, মো. গোলাম মোরশেদ, মো. মশিউর রহমান বাবু, সুশান্ত কুমার মন্ডল। ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন- এসএম মারুফ তানভীর হোসাইন সুজন, মো. বদরুজ্জামান, রেজাউল ইসলাম, শামস ইসতিয়াক শোভন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীরা হলেন- কোহিনুর ইসলাম ও সোনিয়া পারভীন শাপলা। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে বৈধ প্রার্থীরা ১২ মে তারিখের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে ১৩ মে প্রতিক বরাদ্দ দেওয়া হবে।