জি এম আব্বাস উদ্দিন, বিশেষ প্রতিনিধি : হালকা বৃষ্টি হওয়ায় ভোমরা স্থলবন্দর জিরো পয়েন্ট হতে শাখরা এল, জি, ই, ডি, আওতাধীন প্রায় ৬০০ ফুট রাস্তাটি ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সামনে পর্যন্ত মানুষের চলাচলের জন্য মরণকুপে পরিণত হয়েছে। ১৮৫৯ শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এরশাদ আলী ও এলাকাবাসী রাস্তার দুই ধারে দোকানদারা জানায়, একটু বর্ষা হলেই পানি নিষ্কাশনের কোন ড্রেন না থাকায় রাস্তাটি পানিতে ডুবে যায়।
রাস্তার উপরে গর্ত থাকায় মোটর সাইকেল ইজি বাইক ভ্যান সাইকেল পাসপোর্ট যাত্রীরা চলাচলের সময় গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে অনেকের হাত পাও ভেঙ্গে গেছে। এলাকাবাসী আরো জানায় কাস্টম অফিসের পাঁচিলের ধার দিয়ে সাধারণ মানুষ চলাচল করতো কিন্তু কাস্টম অফিস পাঁচিল থেকে প্রায় তিন চার ফুট দূর থেকে বাসের খুঁটি পুতে তারের বেড়া দিয়ে মানুষের চলাচলের পথ বন্ধ রেখেছে।
স্থানীয়রা জানায় কাস্টমসের পাচিলের ধার দিয়ে একটি পাকা ড্রেন জিরো পয়েন্ট হয়ে বাংলাদেশ ভারত সীমানার খাল পর্যন্ত দিলে রাস্তার কোন পানি থাকবে না নিষ্কাশন হয়ে যাবে। পানি নিষ্কাশন হলে রাস্তার ক্ষতি হবে না মানুষের চলাচলের মরণ কুঁপ থেকে বাঁচবে। এলাকাবাসী আরো বলেন রাস্তা খারাপ ও পানি বন্ধ থাকায় ভোমরা স্থলবন্দরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। কিছু অসাধু ব্যক্তি রাস্তাটি উঁচু হয়ে সংস্কার হলে নিজের স্বার্থের ক্ষতির কারণে রাস্তাটির সংস্কার না হয় তার পিছে কাজ করছে।
এলাকাবাসী উর্দ্বোধন কর্তৃপক্ষের কাছে আশু হস্তক্ষে কামনা করে দাবী করেন রাস্তাটি দ্রæত সংস্কার পানি নিষ্কাশন ড্রেন হয়ে মানুষের মরণ ফাঁদ হতে বাঁচতে পারে এবং বন্দরের সৌন্দর্য দ্রæত বৃদ্ধি পাক।