কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু বিপুল ভোটের ব্যবধানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
শেখ ইকবাল আলম বাবলু ছাড়াও গত বুধবার (৮ মে) অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শেখ মেহেদী হাসান সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ফারজানা শওকত আফি। নবনির্বাচিত তিন জনপ্রতিনিধিকে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ন
বনির্বাচিতদের দ্বারা আগামী দিনে কালিগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন ঘটবে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুুহিন, সহ-সভাপতি আহাদুজ্জামান আহাদ, শেখ সাদেকুর রহমান, যুগ্ম সম্পাদক এসএম গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহম্মেদ সোহাগ, অর্থ সম্পাদক গাজী মিজানুর রহমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দীন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মাহবুবর রহমান সুমন, কার্যনির্বাহী সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন, আরাফাত আলী, সদস্য আফজাল হোসেন, আবু বক্কর সিদ্দীক, শেখ আব্দুল হামিদ, মাসুদ পারভেজ ক্যাপ্টেন, ফজলুল হক, হাবিবুল্বালাহ বাহার, মোখলেছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম, মো. শের আলী, আব্দুস সালাম, আবুল কালাম বিন আকবার, মাসুদ খান, জিএম আব্দুল বারী, মো. আলাউদ্দীন, তাজুল ইসলাম সাদ প্রমুখ।
এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি শেখ ইকবাল আলম বাবলু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।