শ্যামনগর প্রতিনিধি : বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। আগের মতো তেমন আর চলাফেরাও করতে পারেন না। চলাফেরা করতে হলেও প্রয়োজন পরে অন্য কারো সাহায্য। তবুও ছেলের হাত ধরে লাঠিতে ভর দিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন ১১২ বছর বয়সী বৃদ্ধ হাজারী কয়ার। বুধবার (৮ মে) সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলার দক্ষিণ বংশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিতে আসেন তিনি। হাজারী কয়ার বলেন, বর্তমানে তার বয়স ১১২ বছরেরও বেশি।
ভোটার হওয়ার পর থেকে প্রতিবার ভোট দিতে এসেছেন তিনি। তার ভাষায়, ভোট প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার। সবার উচিত ভোটকেন্দ্রে এসে ভোট প্রয়োগ করা।
বয়সের শেষলগ্নে ভোট দিতে পেরে খুশি জানিয়ে হাজারী বলেন, হতে পারে এটাই আমার শেষ ভোট। আমার সমবয়সী কেউ বেঁচে নেই। এজন্য এই বয়সে এসেও যে আমি ভোট দিতে পেরেছি আমি এতেই খুশি। হাজারী কয়ারের ছেলে সুকদেব কয়ার বলেন, বহু বছর ধরে তার বাবা অসুস্থ্য। লাঠিতে ভর দিলেও কারও সাহায্য ব্যতীত চলাচল করতে পারেন না। ভোটের দিন সকাল থেকে তিনি জেদ ধরেছেন ভোট দিতে আসবেন। এজন্য বাবাকে সাথে নিয়ে ভোটকেন্দ্রে আসতে হয়েছে।