শেখ মনিরুজ্জামান : সাতক্ষীরার তালায় তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলামের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০মে) বিকাল ৫.৩০ টায় তেঁতুলিয়া ইউনিয়নের মদনপুর বাজারে এক বিরাট পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাস্টর আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৎ,যোগ্য,নিষ্ঠাবান, সমাজসেবক, গরীবের বন্ধু, নির্ভীক বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের অন্যতম নেতা আশরাফুল আলম,এ্যাডভোকেট জিল্লুর রহমান, বাংলাদেশ নাগরিক ঐক্য পরিষদের খলিলনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক রনজিৎ ঘোষ।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম তকিম,মোঃ মোবারক হোসনে, কাজী আসাদ,এস এম ইমদাদুল ইসলাম। উক্ত পথসভায় আস্তে আস্তে জনতার ঢল নামতে শুরু করে।এক পর্যায়ে মাঠে জনতা দাঁড়ানোর জায়গা পায়না।
পথসভায় অ্যাডভোকেড জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন আপনারা সৎ, যোগ্য প্রার্থী বেছে নেন।আমি মনে করি যোগ্য প্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলামের ঘোড়া প্রতীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই উপজেলার রাস্তা ঘাট,কালবার্ট ব্রিজ,অসহয় গরীবের পাশে দাঁড়ানোর জন্য আপনারা ঘোড়া প্রতীকে ভোট দিন। এই বলে তার বক্তব্য শেষ করেন।
প্রধান অতিথি সাংবাদিক এস এম নজরুল ইসলাম বক্তব্যে বলেন, আমি যখন তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম তখন আমার মেধা দিয়ে তালার উন্নয়ন করেছি।ডুমুরিয়ার সালতা নদী খনন করে তালা, তেঁতুলিয়া, ইসলামকাটি, কুমিরা ইউনিয়নের পানি নিরসনের ব্যবস্তা করেছি।বিদেশ থেকে টাকা এনে তালা বাসীর উন্নয়নের কাজ করেছি।আমি তখন বাংলাদেশের শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি।আমাকে বিভিন্ন ইউনিয়নে ট্রেইনার হিসেবে নিয়ে যাওয়া হতো কিভাবে একই বরাদ্ধে তালায় এত উন্নয়ন হয়েছে। আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করলে আপনারা হবেন চেয়ারম্যান। আমি আজীবন মানুষের পাশে থাকি এবং থাকবো।আমি চেয়ারম্যান হলেও মানুষের উপকার করবো না হলেও মানুষের উপকার করে আসছি এবং আসবো। আপনাদের কাছে আমার একটায় আবেদন আপনারা ২১ মে আমাকে ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।